|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০১৯
মাসুদ মিয়া,কচুয়া ॥চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ২৬নং পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম,সহকারী শিক্ষক শরীফুল ইসলামসহ আরো অনেকে। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদ উল্যাহ পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য ডা: স্বাধীন চৌধুরী, অভিভাবক সদস্য ও সহকারী অধ্যাপক মো: দেলোয়ার হোসেন,সমাজসেবক ইয়ার আহমেদ মজুমদার,বাজার মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজত পরিচালনা করেন পালাখাল দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: আবুল কাশেম। ওই বিদ্যালয় থেকে ৮১জন পরীক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.