|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে ছাত্রের ঝুলন্ত লাশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০১৯
খালেকুজামান হাজীগঞ্জ থেকে, চাঁদপুরের হাজীগঞ্জে তামিম(১৪)নামে নবম শ্রেনীর ছাত্রের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে তামিমের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। সে বেলঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
উপজেলার বেলঘর গ্রামের মজুমদার বাড়ির মিজানুর রহমানের ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, তামিম বেলঘর রাজাপুরা মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র। সোমবার তার মা শিউলী আক্তার তাকে পড়াশুনার জন্য বকাজকা করে। পরে সে অভিমান করে বাড়ি ছেড়ে ছলেযায়।
সারা দিনে সে আর বাড়ি ফিরেনি। গভীর রাতে মা শিউলী আক্তার তামিমের শয়ন কক্ষে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। মায়ের চিৎকারে সবাই ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে।
বাবা মিজান জানান, তামিম মায়ের সাথে অভিমান করে আত্নহত্যা করেছে। মা শিউলি শোকে বাকরুদ্ধ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.