|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
হাজী শরিয়তুল্লাহ বাজারে শালিসে হামলা আহত ১০- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০১৯
মোঃমাহফুজুর রহমান বিপ্লব(ফরিদপু)জেল প্রতিনিধিঃ হামলায় গুরুতর জখম হাবিবুর রহমান পিকুকে ফমেক হাসপাতালে ভর্তি করা হয়। ছবি-
হামলায় গুরুতর জখম হাজি শরিয়তুল্লাহ বাজার কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান পিকুকে ফমেক হাসপাতালে ভর্তি করা হয়। ছবি- ফরিদপুর টাইমস
নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর টাইমস:
ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে লাভের ভাগ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। উভয় পক্ষ হতেই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আহতরা হলেন সদ্য সাবেক সভাপতি হাবিবুর রহমান পিকু (৫৫), সাবেক সহ সভাপতি এম এ মুসা (৫৫), পিকুর দুই ভাতিজা মাহামুদুল হাসান হিরক (২৭) ও তাসবিউর রহমান সিক্ত (২০), লাইন সম্পাদক সতীস সরকার (৫২), আজিজুল হক খাঁন (৩৫) ও সোহেল মিয়া (৩০) সহ অন্তত ১০জন আহত হয়।
বাজার কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান পিকু বলেন, শালিস বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল ইসলাম মোল্যার নির্দেশে আমাদের উপর হামলা হয়। তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদের কুপিয়ে গুরুতর জখম করেছে। এখন হাসপাতালে চিকিৎসা নিতে এসেও তারা বিভিন্নভাবে আমাদের হুমকি ধামকি দিচ্ছে।
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্যা বলেন, হাবিবুর রহমান পিকু সভাপতি থাকাকলে তার সাথে আমার যৌথ ব্যবসা ছিলো নূর ফল ভান্ডরের। ব্যবসার ওয়ার্কিং পার্টনার ছিলেন হাবিবুর রহমান পিকু। ওই ব্যবসার হিসেব নিকেশ নিয়ে শনিবার শালিস হয়। এসময় আমাদের লোকজনকে প্রথমে চায়ের কেটলির গরম পানি মেরে আহত করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম পিপিএম জানান, এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দেয়ার পর তা এফআইআরভুক্ত করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.