|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
অস্ত্র ঠেকিয়ে হিন্দু নারীকে ‘ধর্ষণ’ ধর্ষণে গ্রেপ্তার হাইরুল- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০১৯
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সদ্য বিবাহিতা এক হিন্দু নারীকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে ওই নারী মোহনগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার পরিপ্রেক্ষিতে গত ১৬ তারিখ বিকেলে উপজেলার করাচাপুর গ্রাম থেকে হাইরুল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ওই হিন্দু গৃহবধূ ধর্ষণের শিকার হন। সেদিন তার স্বামী ঘরে না থাকায় ঐ সুযোগে গ্রামের বাসিন্দা আব্দুর রাশিদের ছেলে হাইরুল একটি ছুরি নিয়ে ওই নারীর ঘরে ঢোকেন। ছুরিটি ওই নারীর গলায় ঠেকিয়ে ধর্ষণ করেন।
ওই গৃহবধূর স্বামীর অভিযোগ করেন, হাইরুল তার স্ত্রীকে প্রায়ই উক্ত্যক্ত করতেন। শনিবার রাতে তিনি বাড়ি ছিলেন না। এ সুযোগে তার স্ত্রীকে ধর্ষণ করেন ইহারুল।
শুধু ঐ নারীকে নয় এরকম গঠনা আর ও ঘটেছে বলে এলাকা বাসির অভিযোগ, এবং এলাকাজুড়ে এর তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।
এবং ইহরুলের ফাঁসী দাবীকরেন এলাকাবাসী তাহলে নীরহ হিন্দুদের উপড় আর এরকম নিযাতন হবেনা।
ধর্ষক যে হোক তার বিচার হওয়া জরুরী এব্যাপারে থানায় মামলা হওয়ার পর মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী দ্রুত আদর্শনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুভাষীশকে নির্দেশ দেন হাইরুলকে গ্রেপ্তার করতে। পরে পুলিশ করাচাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানায় নিয়ে আসে।
ইহারুলকে জিঘাসাবাদ করে তথ্য পাওয়া যায়, ওসি শওকত আলী জানান, মামলা হয়েছে এবং ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.