|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ভূঞাপুরে সিএনজি ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৪- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে আব্দুল মান্নান (৬০) নামের ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহত আব্দুল মান্নান সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামের মফিজুল মন্ডলের ছেলে।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের তাড়াই গ্রামে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার বিষয়টি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম নিশ্চিত করেন।
জানা যায়, ঈদের ছুটি শেষে পিংনা থেকে কর্মস্থল ঢাকা যাওয়ার জন্য সিএনজিযোগে নিহত মান্নান ও তার মেয়ে এবং মেয়ের জামাই ভূঞাপুর আসছিলেন। পথিমধ্যে তাড়াই এলাকায় পৌঁছালে তারাকান্দিগামী মাইক্রোবাস ও ভূঞাপুরগামী সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৫ জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্হা আশংকা জনক বলে আহতদেরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.