|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
১৭ ও ১৮ নং ওয়াড কাউন্সিলারের সচেতন মুলক কিছু উপদেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০১৯
আকাশ সরকার, রাজশাহী ব্যুরো
দৈনিক বাংলার অধিকারঃ
যেখানে সেখানে পশু কুরবানি করা যাবেনা নিদিষ্ট জাইগাই পশু কুরবানি করতে হবে এবং ময়লা আবর্জনা মল মুএ নিদিষ্ট জাইগাই ফেলতে হবে অথবা গর্ত করে পুতে ফেলতে হবে। এবং জবেহকৃত পশুর রক্ত নিজ দায়িত্বে ধুয়ে ফেলতে হবে। অথবা ব্লিচিং পাউডার ছিটাতে হবে বায়া বাজার ডিস ব্যাবসায়ী আলহার্জ বকুল আহমেদ বলেছেন পশুর মল মুএ পরিস্কার রাখলে পরিবেশ ভাল থাকবে রাজশাহী হবে পরিস্কার শহরের রোল মডেল।নওহাটা পৌরশভার ৭ নং ওয়ার্ড কমিশনার মোঃ শুফিয়ান বলেছেন সবাই সতেচন না হলে পরিস্কার না রাখলে এডিস মসা বড় আকার ধারন করবে তাই নিজে সতেচন হন অপরককে করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.