|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১ আহত ২০- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে টাঙ্গাইল ময়মনসিংহ গামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্হলেই এক জন নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।
আজ (১৩ আগষ্ট) মঙ্গলবার দুপুর ১২.৫০মিনিটে ঘাটাইল উপজেলার বানিয়া পাড়া মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম জানান,টাঙ্গাইল থেকে বাসটি ময়মনসিংহ যাচ্ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাসটি বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল আরোহীকে বাচাতে গিয়ে বাসটি মহাসড়কেই উল্টে যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.