|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
হাজিগঞ্জে কোরবানীর গরু হত্যার অভিযোগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০১৯
ইব্রাহিম খলিল পন্ডিত (বিশেষ প্রতিনিধি) চাঁদপুর জেলাঃচাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় শত্রুতাবশত একটি কোরবানীর গরু হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগতরাতে ঘটনাটি ঘটেছে।
ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের ভাট বাড়ির মফিজুল ইসলামের গোয়াল ঘরে। গোয়াল ঘরে শনিবার দিবাগত রাতে দুটি গরু ছিল। একটির গরুর মূল্য ৫০ হাজার টাকা কোরবানীর জন্য মিজার ক্রয় করেছিলো।
অপরটির হরিপুর গ্রামের দুধ মিয়া ৭৩ হাজার টাকায় এটি ক্রয় করেছে। গরুগুলো কোরবানীর জন্য ক্রয় করা হয়, মফিজ ভাটের গোয়াল ঘরেই রাখে। হঠাৎ শনিবার গভীর রাতে গলায় ফাঁস লেগে মিজানের ৫০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যায়। পরে গরুটি নদীতে কে বা কাহারা ফেলে দেয়।
গরুর মালিক মফিজ ভাট দৈনিক বাংলার অধিকার কে জানান, কে বা কাহারা আমার গরুকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। তবে শত্রুতা করেই আমার এ ক্ষতি করা হয়েছে
হাজীগঞ্জ থানা উপপরিদর্শক শাহজাহান বলেন, একটি গরুর গলায় ফাঁস লেগে মৃত্যু হয়। অপর গরুটির গায়ে রশির পেচের দাগ রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.