|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নে গাজাসহ গ্রেফতার ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০১৯
ওমরসানি,রাঙ্গাবালী( পটুয়াখালী) প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকার: ১১ আগস্ট ২০১৯ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর মন্ডল লঞ্চঘাট থেকে রবিবার দুপুর ১২:৪০ ঘটিকায় মো,জুলহাস (২৪) নামের এক জনকে গাঁজাসহ আটক করেছে চরমোন্তাজ তদন্তকেন্দ্র পুলিশ।
গ্রেফতারকৃত মো,জুলহাসের বাড়ি গলাচিপা উপজেলার চিকনিকন্দি ইউনিয়নের পানখালী গ্রামের মো,আঃ রব মুহুরির ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চরমোন্ডল লঞ্চঘাট
অভিযান চালিয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুদেব হাওলাদার এর নেতৃেত্ব ১২০ গ্রাম গাঁজাসহ আটক করে। ইনচার্জ জানান, আটক জুলহাসে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন ।
১১ আগস্ট ২০১৯
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর মন্ডল লঞ্চঘাট থেকে রবিবার দুপুর ১২:৪০ ঘটিকায় মো,জুলহাস (২৪) নামের এক জনকে গাঁজাসহ আটক করেছে চরমোন্তাজ তদন্তকেন্দ্র পুলিশ।
গ্রেফতারকৃত মো,জুলহাসের বাড়ি গলাচিপা উপজেলার চিকনিকন্দি ইউনিয়নের পানখালী গ্রামের মো,আঃ রব মুহুরির ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চরমোন্ডল লঞ্চঘাট
অভিযান চালিয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুদেব হাওলাদার এর নেতৃেত্ব ১২০ গ্রাম গাঁজাসহ আটক করে। ইনচার্জ জানান, আটক জুলহাসে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.