|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকা টাঙমহাসড়কে যানজট, আগুন জ্বালিয়ে বিক্ষোভ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০১৯
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: তীব্র যানজট থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ঘরমুখো মানুষ।
রোববার(১১) আগষ্ট সকালে মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, শিবপুর, বিক্রমহাটি, রসুলপুর, পুলি ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে এসব চিত্র দেখা গেছে।
(১১) আগষ্ট রোববার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার হতে মির্জাপুর পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো লাখো মানুষ। বিশেষ করে নারী ও শিশুদের খুব বেশি কষ্ট হচ্ছে। অপরদিকে হাজারো মানুষ প্রকৃতির ডাকে সারা দিতে না পারায় আরও বেশী কষ্টের স্বীকার হচ্ছে।
যাত্রীদের কাছে টাকা থাকা সত্ত্বেও খাবার কিনে খেতে পাচ্ছে না। ফলে যাত্রীদের ক্ষুধা নিবারণও করতে পারছে না।
পুলিশ বলছে বঙ্গবন্ধু সেতু এলাকায় গাড়ি টানতে শুরু করেছে। আশা করি কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.