|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
গাইবান্ধার পলাশবাড়ীতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামায আদায়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০১৯
রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামায আদায় করা হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) সকাল ৮:৩০ টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের সহিহ হাদিস সম্প্রদায়ের লোকজন ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মালেক।
ঈদের জামাতে এ এলাকার পাশ্ববর্তী কয়েকটি গ্রামের শতাধিক মুসুল্লি অংশ নেন। নামাজ শেষে মুসুল্লিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানি দেয়।
জানা যায়, এ এলাকার লোকজন সৌদি আরবের সঙ্গে মিল রেখে গত ৪ বছর ধরে ঈদ পালন করে আসছে।
এদিকে সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল ১২ ই আগষ্ট সোমবার গাইবান্ধাসহ দেশব্যাপী ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.