|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
গরু জবাই দেখা হলো না আর পানিতে ডুবে শিশুর মৃত্যু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০১৯
চাঁদপুর প্রতিনিধি,
শাহরাস্তি উপজেলার নাহারা মোল্লা বাড়ির গিয়াসউদ্দিনের পুত্র ইসরাফিল (৫) পানিতে ডুবে মারা গেছে।
ঘটনাটি ১১ আগষ্ট রোববার দুপুর ১ টায় ঘটে।
পারিবারিক সুত্রে জানা যায়, ওই দিন দুপুরে বড় ভাইয়ের সাথে গোসল করতে যায় ইসরাফিল। পুকুর ঘাটে যাওয়ার পর লুঙ্গির কথা মনে পড়ে বড় ভাইয়ের।ইসরাফিলকে ঘাটে দাঁড় করিয়ে ঘরে যায় সে। এসে দেখে ইসরাফিল নেই। এতক্ষনে সে পানিতে ডুবে যায়। ডাক-চিৎকারে বাড়ির সবাই ছুটে এসে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
শিশু ইসরাফিলের মৃতদেহ তার নিজ বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্য ভেসে উঠে কাঁন্নার রোলে। সারা সকাল কোরবানীর জন্য কেনা গরুর পিছু পিছু হেটে আর আনন্দে বিভোর হয়েছে। ঈদের দিন গরু জবাই দেখবে- আর দেখা হলো না।
ওই দিন বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.