|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় আলোর ফেরিওয়ালা ৫ মিনিটেই বিদ্যুত সংযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া ॥ শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় আলোর ফেরিওয়ালার মাধ্যমে ৫মিনিটে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। রবিবার সকালে উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মনষা নয়াকান্দি গ্রামে ৩৫টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। কচুয়া জোনাল অফিসের আওতায় পালাখাল অভিযোগে কেন্দ্রের এলটি মো: মোসলেউদ্দিন ও লাইনম্যান সবুজ হোসেন মনষা নয়কান্দি গ্রামে ৩৫টি পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ৫মিনিটে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এসময় বিদ্যুৎ সংযোগ পেয়ে ওই গ্রামের অধিবাসীরা অনেক খুশি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা শহীদ হোসেন,ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক অহিদ রাজা, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.