|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মাদকের হাত থেকে রক্ষা পেতে খেলাধুলার বিকল্প নেই ……… ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া ॥
কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারনে যুবসমাজ দিনদিন ধ্বংসের পথে। খেলাধুলা করলে যুবকরা মাদকের কষাঘাত থেকে ফিরিয়ে আসতে পারে। তাই মাদকের হাত থেকে রক্ষা পেতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি শুক্রবার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ও পালাখাল কলেজের আয়োজিত ফুটবল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফুটবল খেলায় মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ট্রাইব্রেকারে জয়ী হয়ে পালাখাল কলেজকে পরাজিত করে। পরে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন বিজয়ীদের মাঝে ট্রফি ও রানার্স আপ তুলে দেন। এসময় অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য পরিমল সরকার,পালাখাল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান মজুমদার,সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ,সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সহ প্রায় ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.