|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে জেল থেকে বীরের মতো আসতে বলেছিলেন, পেরোলে নয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০১৯
স্টাফ রিপোর্টারঃ এনামুল হক শামীম বলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে জেল থেকে বীরের মতো আসতে বলেছিলেন, পেরোলে নয়। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বে নারী নেত্রীত্বে সেরাদের সেরা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হল রুমে বঙ্গমাতা পরিষদের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মামনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বঙ্গমাতা পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল আমিন রুহুল এমপি এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.