|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পটুয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ও ৩০ মামলার আসামি চাঁন মিয়া হাওলাদার নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০১৯
সুভাস দাস (পটুয়াখালী) জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকারঃ পটুয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ও ৩০ মামলার আসামি। চাঁন মিয়া হাওলাদার নিহত ।
পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালী জেলা ও বরগুনাসহ বিভিন্ন থানায় খুন, ধর্ষণ ও ডাকাতিসহ অন্তত ৩০ টি মামলা রয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে সদর উপজেলার। পটুয়াখালী- টু- কুয়াকাটা মহাসড়কের করমজাতলা নামক এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত চাঁন মিয়া হাওলাদার সিরিজ ডাকাত দলের সর্দার ও ৩০ মামলার আসামি ।
পটুয়াখালী সদর থানার ইনচার্জ অফিসার (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের করমজাতলা এলাকায় অভিযানে যায়। পটুয়াখালী সদর থানার পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছুরে আত্য আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে চাঁন মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে ।
ময়নাতদন্তের জন্য নিহত চাঁন মিয়ার মরদেহ বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.