|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের মধুপুরে ব্যাস্ত সময়পার হচ্ছে কামার পট্রিতে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
আর মাত্র এক ’দিন বাকি পবিত্র ঈদুল আযহার। কোরবানির পশুর হাটও বসে গেছে এরইমধ্যে। কেউ পশু কেনায় ব্যস্ত কেউবা আবার কামারের দোকানে ছুটছেন পশু জবাই করার ছুরি, চাপাতি, বটি, কুড়াল কিনতে। মধুপুর জলছত্র বাজারের কামারপট্টিতে যেন দম ফেলার সময় নেই কারিগরদের। একই অবস্থা মধুপুরের বিভিন্ন এলাকার অন্যান্য কামার কারিগরদেরও।
আজ শনিবার মধুপুর জলছত্র বাজার ঘুরে দেখা যায়, কামারপট্টিতে বেশ ভিড়। কারিগরদের যেন দম ফেলার সময় নেই। এ বাজারে এসব জিনিস প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে প্রায় ১০ টির মত এসব প্রতিষ্ঠান খুচরা ও পাইকারি দু’ভাবেই পণ্য বিক্রি করে থাকেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.