|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও এলজিএসপি-৩ কাঁচা রাস্তা পাকাকরণের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও এলজিএসপি-৩ এর সড়ক উদ্বোধন করা হয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় শুক্রবার উপজেলা ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সফিবাদ মধ্য মোল্লা বাড়ি থেকে উত্তরমূখী মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তাটি পাককরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। এসময় তিনি ওই সড়কের রাস্তা পাকাকরণের সামগ্রী সঠিক মানের আছে কিনা এবং শ্রমিকরা কাজ সঠিক ভাবে কাজ করছেন কিনা তা পরিদর্শন করেন।
এদিকে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ কুমিল্লা টুয়েন্টিফোরকে বলেন, বর্তমান সরকারের আমলে উন্নয়নের ছোয়া প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে লেগেছে। তারই পরিপ্রেক্ষিতে আমার ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। আমি আশা করি এই ওয়াডের্র সফিবাদ মধ্য মোল্লা বাড়ির কাঁচা রাস্তাটি পাকাকরণ সঠিক মানের হবে। এতে কোনো ধরনের দূর্নীর্তি কিংবা চাঁদাবাজি হবে না এবং এসময় তিনি ঠিকাদার মের্সাস মারিয়া এন্টারপ্রাইজকে সঠিক ভাবে কাজ করার আহ্বান জানান।
পরে তিনি মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কোরবানি পশুর বর্জ ময়লা আবর্জনা মাটির নিচে পুতে রাখা সম্পর্কে সচেতনতামূলক এলাকাবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সফিউল খান, ঠিকাদার মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো: শাহজালাল, পালাখাল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন,ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগসহ আরো অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.