|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০১৯
মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর প্রতিনিধি ।।
৭-৮ আগষ্ট, ১৯ বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী'র আয়োজনে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
দিনাজপুর জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম।
অনুষ্ঠান মালায় চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন-জেশিএ'র চারুকলা প্রশিক্ষক রাজিউদ্দিন চৌধুরী ডাব্লিউ, চারুকলা প্রশিক্ষক রাজিউর আলম পায়েল ও মোল্লাহ্ শরীফ লজেন্স এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সেখ ছগীর আহাম্মদ কমল ও সাবিনা ইয়াসমীন ।
চিত্রাংকন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে ক-বিভাগে ১ম হয়েছে পর্ণাভ্য দেব, ২য় হয়েছে জারীন সুবহা শারীকা, ৩য় হয়েছে মেহজাবীন নুর। খ-বিভাগে ১ম হয়েছে শ্রেয়া অনন্যা সেন, ২য় হয়েছে মোঃ তৌফিক রায়হান, ৩য় হয়েছে কাব্য রায়। গ-বিভাগে ১ম হয়েছে ভাস্কর রায়, ২য় হয়েছে সাদিয়া আনজুম মানিহা, ৩য় হয়েছে মাধবী রানী দাস।
কবিতা আবৃত্তি চূড়ান্ত ফলাফলে ক-বিভাগে ১ম হয়েছে পৃথিলা দাস, ২য় হয়েছে ইষ্পিতা রহমান অর্চি, ৩য় হয়েছে কান্তা কাবেরী রায় পূর্বা। খ-বিভাগে ১ম হয়েছে আফসানা নওরিন, ২য় হয়েছে নাজিফা নূর নূহা, ৩য় হয়েছে ইফ্ফাত আলী তানিশা। গ-বিভাগে ১ম হয়েছে অমিত দাস, ২য় হয়েছে উর্মি সাহা, ৩য় হয়েছে জিনিয়া আক্তার সুইটি।
১৫ আগষ্ট, ১৯ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.