|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ডিএসসিসি কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধক টিকা খাওয়ান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০১৯
মো. আলী মুবিনঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধক টিকা খাওয়ান। সোমবার দিনব্যাপী কাউন্সিলরের কার্যালয় প্যারিস রোডে তিনি এ টিকা খাওয়া কার্যক্রম পরিচালনা করেন। ডেঙ্গু টিকা ছাড়াও ব্ল্যাড টেস্ট, ডায়াবেটিস টেস্ট, হেপাটাইটিস-বি ভাইরাসসহ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ কর্মসূচীর মাধ্যমে চিকিৎসা পেয়ে খুশী এলাকাবাসি। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন “স্রোত বাংলাদেশে”। এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি আমান উল্লাহ আমান, সমাজ সেবক এ.এন.আলীম আহমেদ, স্রোত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাসুম হোসেন পাখি, উপদেষ্টা সৈয়দ শাহাজাদা মুন্না, ওয়ার্ড যুবলীগ প্রচার সম্পাদক সালাউদ্দিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান তালুকদার সোহেল প্রমূখ।
কর্মসূচীর আগের দিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জন্য নিজ ওয়ার্ডের সকল স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং বাসিন্দাদের মাঝে কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক লিফলেট বিতরণ করেন এবং সকলকে সচেতন থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.