|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৮ মামলার পলাতক আসামী চিনু মিয়া বন্দুক যুদ্ধে নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০১৯
রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৮ মামলার পলাতক আসামী চিনু মিয়া পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। আজ (৯ আগষ্ট) শুক্রবার ভোর ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছেন, গত বুধবার রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে হত্যা চেষ্টা, নাশকতা, প্রচারণা ও অস্ত্র আইনের মামলা সহ ১৮টি মামলার পলাতক আসামী চিনু মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হলে চিনু মিয়ার সহযোগীরা এসময় পুলিশের উপর হামলা করে হাতকড়া পড়া অবস্থায় আসামী চিনু মিয়া কে ছিনিয়ে নেয় এবং পালিয়ে যেতে সাহায্য করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজুর পাশাপাশি তাকে গ্রেফতারে সর্বশক্তি প্রয়োগ করে গাইবান্ধা জেলা পুলিশ। এক পর্যায়ে তার সন্ধান পেয়ে আবারোও গ্রেফতার করতে ছুটে যায় গোবিন্দগঞ্জ থানার একটি চৌকস দল। চিনু ও তার সহযোগীরা এসময় টের পেলে পুলিশের উপর হামলা চালায় তারা, পুলিশও পাল্টা জবাবে গুলি চালায়। প্রায় ২৫-৩০ মিনিট ধরে চলে তাদের মধ্যে গোলাগুলি। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে কুখ্যাত সন্ত্রাসী ১৮ মামলার আসামী চিনু মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে ০১ টি পাইপগান, ০২টি কাঠের বাটযুক্ত বড় ছুরি, ০৩টি বড় বেকিসহ দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করে।
গোলাগুলির প্রেক্ষিতে ০১ জন এএসআই ও ০২ জন কনস্টেবলকে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং পলাতক অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ এ মামলা রুজু করা হয়। এবং তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.