|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে মশক নিধন ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে মিলে সুস্থ্য থাকি’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে বৃহস্পতিবার মশক নিধন,ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(উপ-সচিব) মো: মঈনুল হাসান। ইউপি সচিব মৃনাল কান্দি পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও নীলিমা আফরোজ,অ্যাসিল্যান্ড রুমন দে। এসময় অনুষ্ঠানে ইউপি সদস্য সফিউল খান,জহিরুল ইসলাম,আব্দুল মান্নান, ফাতেমা বেগম,লাকী আক্তার,ইউডিসি শাহজালাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান মজুমদার,সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ,কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন সহ প্রায় ৫শতাধিক লোক উপস্থিত ছিলেন। পরে উন্নতমানের স্প্রে মেশিন দিয়ে ওই ইউনিয়নে গুরুত্বপূর্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে ঔষধ স্প্রে করা হয়।
একই দিনে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজেও মশক নিধন,ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.