|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে সড়ক দূর্ঘটনায় নিহত সিএনজি ড্রাইভারের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন- শ্রমিক ইউনিয়ন
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০১৯
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার :-
সোনাগাজীতে গত কিছুদিন আগে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত, মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের নিজাম উদ্দিনের পরিবারকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নগদ ২০০০০/= (বিশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
৭ই আগস্ট বুধবার দুপুর ১২টায়, নিহত নিজাম উদ্দিনের বাড়ীতে গিয়ে আর্থিক অনুদানের নগদ অর্থ নিজাম উদ্দিনের স্ত্রী হোসনেয়ারা বেগমের হাতে তুলে দেন- সোনাগাজী উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ।
এইসময় দক্ষিণ পূর্বাঞ্চল সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ, সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন (ছোট জামাল) সোনাগাজী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক আবদুল কাদের,
সোনাগাজীর সিএনজি লাইন সম্পাদক বাহার উল্যাহ, সিএনজি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শোহাইব ডলার, সমাজসেবক হুদা মিয়া খোন্দকার সহ শ্রমিক লীগ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে সোনাগাজী টু ফেনীর সিএনজি শ্রমিক ইউনিয়ন ও সোনাগাজী উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে যেকোন ধরণের সড়ক দূর্ঘটনায় আহত / নিহত সিএনজি ড্রাইভার ও শ্রমিকদের আর্থিক সহায়তা ও ঈদ উপলক্ষে বিশেষ অনুদান দিয়ে থাকেন ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.