|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিক্ষকরাই প্রদ্বীপ জ্বালায় আর প্রতিষ্ঠান হলো বাতিঘর-এমপি হাবিব-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০১৯
বগুড়া প্রতিনিধি : যেকোন বেআইনি কাজ বন্ধের পাশাপাশি সমাজে অপসংস্কৃতি রোধে শিক্ষকরাই বড় ভুমিকা রাখতে পারে। শিক্ষকরা প্রদ্বীপ জ্বালায় আর প্রতিষ্ঠান হলো বাতিঘর। “ডেংগু, গুজব ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতাই যথেষ্ট” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়ার শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমির হল রুমে বগুড়া জেলা পুলিশের আয়োজনে ৬ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় ডেংগু, গুজব ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মুলক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশে বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম- বার, এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে
শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ¦ হাবিবর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী, বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ড. শাহজাহান আলী, পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) মো. আব্দুস সামাদ, ইউএনএফপিএ এর প্রতিনিধি তামিমা নাসরিন, পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু।
আরো উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, আদমদিঘি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম সহ ১২ থানার অফিসার ইনচার্জ ও প্রায় ৬ শত স্কুল কলেজের প্রধান গন।
অনুষ্ঠান শুরুর আগে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.