|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফটিকখিরা বালিকা বিদ্যালয়ে মশক নিধন ও কয়েল বিতরন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০১৯
মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত, বিশেষ প্রতিনিধি,চাঁদপুর জেলাঃ ৫ই আগষ্ট সোমবার চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা ফটিকখিরা এস এম বালিকা উচ্চ বিদ্যালয়ে মরন ব্যাধি ডেঙ্গু মশা নির্ধন ও কয়েল বিতরনের অনুষ্টান করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্ত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের আঙ্গিনা এবং সকল আসবাপত্র পরিষ্কার করা হয়।বিদ্যালয়ের আশেপাশে অবস্হিত বিভিন্ন ধরনের আগাছা পরিষ্কার করা এবং মরন ব্যাধি ডেঙ্গু মশার মত প্রানির উৎপওি স্হান গুলি বিভিন্ন রকম কীটনাশক ব্যাবহারের মাধ্যমে ধবংস করার মাধ্যমে বিদ্যালয় ডেঙ্গু মশা মুক্ত করে।মশা নিধনের পরে সহকারী প্রধান শিক্ষক দীন মোহাম্মদ ও সহকারী শিক্ষক আ: জলিলের সহযোগীতায় বিদ্যালয়ের হল রুমে জরুরি সভার ডাক দেওয়া হয়। উক্ত সভায় ফটিকখিরা বালিকা উচ্চ বিবিদ্যালয় ও ফটিকখিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষর্থী এবং ফটিকখিরা গ্রামের গন্যমান্য ব্যাক্তি ও সাধারন মানুষের উপস্হিতিতে সভা অনুষ্টিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন, আমরা আমাদের অবস্হান থেকে নিজ বসবাসরত পরিবেশ বা পরিবারদের কে নিজের স্বাস্থ্য এবং পরিবেশ সম্পকে সচেতন হতে হবে।বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।নিজে সচেতন হয়ে অন্যাকে সচেতন করতে হবে।মরন ব্যাধি ডেঙ্গু রোগের লক্ষন সম্পকে সবাই কে জেনে অন্যকে তা জানানোর জন্য আহবান করেন।অনুষ্টানের শেষ পর্যায়ে ফটিকখিরা গ্রামের বাসিন্দা বিশি্ষ্ট সমাজ সেবক জনাব, আনিসুর রহমান শিক্ষার্থীদের মাঝে মশার কয়েল ভিতরন করে গ্রামের জনসাধারনের মাঝে উৎসাহ প্রধান করেন।
উক্ত সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভার সমাপ্তি ঘোষনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.