|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পতিসরে বিশ্ব কবি রবীদ্রনাথ ঠাকুরের ৭৮ তম প্রয়াণ দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ের পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস পালিত হয়। আজ মঙ্গলবার আত্রাইয়ের কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের আয়োজনে কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব এর পরিচালনায় দিন ব্যাপি কবির বর্ণাঢ্য কর্মময় জীবনে গ্রামোন্নয়ন ও সমাজ ভাবনা নিয়ে আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম (এম,পি)। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) সঞ্জীব কুমার ভাটী।
আলোচনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গ্রামোন্নয়ন ও সমাজ ভাবনা নিয়ে মুল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ বাংকের সাবেক গভর্ণর রবীন্দ্র গবেষক ড. আতিউর রহমান। রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউশনের পরিচালক ড. মতিউর রহমান, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান রহমান এবাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ। এছাড়া ও অনুষ্ঠানটি প্রথম অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.