|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত,আহত-৭-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০১৯
রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নারীসহ ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলার চক্ষু হাসপাতাল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানান, বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জের পেসক চক্ষু হাসাপাতালের সামনে ঢাকা মুখি মাইক্রোবাসের সাথে রংপুর গামী শঠিবাড়ী সেবা পরিবহন নামের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মাইক্রোবাস টি দুমরে মুচরে যায়।
এ ঘটনায় বাস চালক ও মাইক্রোবাসের চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। এদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান (৩৫) ও জান্নাত (১১) কে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অপর ৫ জনকে রংপুর ও বগুড়ায় ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কুড়িগ্রামের রাজারহাট অফিসের সাবরেজিষ্টার নুসরাত জাহান ও তার গৃহকর্মী জান্নাত খাতুন। তারা ঈদের ছুটিতে কুড়িগ্রাম থেকে ঢাকা ফিরছিলেন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.