|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের সদরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শাহেদ হেসেন ও মুরাদ হেসেন নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শাকচর ইউনিয়েনের শাকচর এলাকা থেকে তালিকাভুক্ত এই দুই ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১ টি ধামা, ৩ টি ছোরা, ১ টি লোহার ছেনি, ২ টি কার্তুজ ও ৪ টি কালো মুখোশ উদ্ধার করা হয়।
শাহেদ হেসেন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবুর কাশেমরে ছেলে ও মুরাদ হোসেন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর মৃত তসলিম হেসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আজিজুল হক মিয়া জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। শাহেদ হেসেন ও মুরাদ হেসেন নামের থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.