|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মধুপুরে বাল্য বিবাহ বন্ধে প্রচার অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে শিশুর প্রতি শারীরিক সহিংসতা ও বাল্য বিবাহ বন্ধে প্রচার অভিযান শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সোমবার (৫ আগষ্ট) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রচার অভিযান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জলছত্র এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ প্রচার অভিযান অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি এর সভাপতিত্বে উক্ত প্রচার অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেট, অফিসার ইনচার্জ মো. তারিক কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ, সমাজসেবা কর্মকর্তা শামীমা নাসরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ। বক্তারা শিশুদের শারীরিক নির্যাতন, সহিংসতা এবং বাল্য বিবাহের বন্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.