|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রবিবার নাটোর এন এস কলেজের মূল ভবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা এবং জঙ্গল পরিষ্কার করা হয়।
প্রথম আলো বন্ধুসভার নাটোরের সাধারণ সম্পাদক মোঃমিজানুর রহমান নিলয় এর নেতৃত্বে বন্ধুসভার বন্ধুরা এই আয়োজন করেন।
বন্ধুসভার সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিলয় বলেন, “বন্ধু সভার অঙ্গিকার,পরিষ্কার করবো দেশটা এবার” এই স্লোগানকে সামনে রেখে প্রথম আলো বন্ধুসভা সামাজিক উদ্যোগ মুলক কাজগুলো করে আসছে। বর্তমানে উদ্বেগজনকভাবে ডেঙ্গু রোগ বেড়ে যাওয়ায় তারা সারাদেশে বিভিন্ন এলাকার জঙ্গল পরিষ্কার এর উদ্যোগ হাতে নিয়েছেন, তারই অংশ হিসেবে আজ নাটোর এনএস কলেজে এই জঙ্গল পরিষ্কার অভিযান করা হলো। পর্যায়ক্রমে নাটোরের আরো এলাকায় এই অভিযান পরিচালনা করা হবে।
এন এস কলেজের উপঅধ্যক্ষ প্রফেসর মোঃআব্দুল মোতালেব এবং কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃসাহাদৎ হোসেন রাজিব প্রথম আলো বন্ধুসভার এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন প্রথম আলো বন্ধুসভার মত আরো বিভিন্ন সামাজিক সংগঠন গুলো যদি এভাবে এগিয়ে আসতো তাহলে সবাই উপকৃত হতো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.