|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলে পানিতে ডুবে এক শিশু ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মুত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি- দৈনিক বাংলার অধিকার:-
টাঙ্গাইল জেলার পৌরশহরের থানাপাড়াস্থ ছয়আনী এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিশু ও কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যাউরী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের অপমৃত্যু হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার থানাপাড়াস্থ ছয়আনী পুকুরের পানিতে ডুবে আজ সোমবার(৫ আগস্ট) দুপুরের দিকে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মিরাজ (১২) ওই এলাকার জাজাহাঙ্গীর আলমের ছেলে। টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুজ্জামান সোহেল শিশু মিরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে জেলার কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যাউরী গ্রামে আজ সোমবার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হচ্ছেন, হাফিজুর রহমান(৩৫) ও মাসুদ(২৮)। নিহতদের বাড়ি টাঙ্গাইল জেলাধীন ধনবাড়ী উপজেলায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বিন্যাউরী গ্রামে গরুর ফার্মে কয়েকজন শ্রমিক কাজ করতেন। ওই ফার্মের পাশেই বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। সোমবার দুপুরে পানিতে পড়ে থাকা ওই বিদ্যুতের তার মেরামত করার সময় তিন শ্রমিক বিদ্যুতায়িত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হিরা মিয়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.