|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় প্রেসক্লাবে কে এম হেমায়েত উল্ল্যাহ্ আওরঙ্গজেব এর স্বরণসভা ও দোয়া মাহফিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০১৯
স্টাফ রিপোর্টারঃ জাতীয় প্রেসক্লাবে কে এম হেমায়েত উল্ল্যাহ্ আওরঙ্গজেব এর স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কে এম হেমায়েত উল্ল্যাহ্ আওরঙ্গজেব স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী কৃষক দল নেতা মো. শাহজাহান মিয়া সম্রাট, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর জব্বার খান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপি সহ-সভাপতি মো. মান্নান মাদবর, কে এম হেমায়েত উল্ল্যাহ্ আওরঙ্গজেব স্মৃতি সংসদ ডামুড্যা উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ জিল্লুর রহমান মধু, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. রুহুল আমিন মুন্সী, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. চুন্নু মুন্সী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. বাদশাহ মিয়া, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মুনিরুজ্জামান, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. খালেদ বিন হাশিম, শরীয়তপুর সদর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাম মাঝী, জাজিরা উপজেলা বিএনপি সভাপতি মো. বজলুর রশিদ, যুবদলের সাধারণ সম্পাদক মো. দবির বেপারী, ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা, ডামুড্যা উপজেলা ছাত্রদল নেতা মো. সোহান, মুন্না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. কাওসার, রাশেদ বিন হাসিম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মো. কবির হোসেন, ডামুড্যা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মিলু খান, সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান, সদস্য মো. জুয়েল খান প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ‘হেমায়েত উল্ল্যাহ্ আওরঙ্গ আমার ঢাকা কলেজের প্রিয় ছাত্র ছিলেন, অত্যন্ত সৎ, পরিশ্রমী, মেধাবী সংগঠক ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন আপোষহীন রাজনীতিবিদকে হারিয়েছি। পিতার কাঁধে সন্তানের লাশ কতটা ভারি তা আমি ওর লাশ দেখে অনুভব করেছি।’ এসময় কেএম হেমায়েত উল্ল্যাহ্ আওরঙ্গজেবের বড় ভাই মো. আলমগীর হোসেন খান তার আবেগঘন বক্তৃতা রাখেন। অন্যান্য বক্তারা হেমায়েত উল্ল্যাহ্ আওরঙ্গজেবের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তারা বলেন- হেমায়েত উল্ল্যাহ্ আওরঙ্গ কি নিছক দূর্ঘটনার শিকার না একটি পরিকল্পিত হত্যাকা- তা আমরা ক্ষমতায় এলে এর তদন্ত করে বের করবো। স্বরণসভা সঞ্চালনা করেন- শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. রুহুল আমিন মুন্সী ও ডামুড্যা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তোফায়েল ইসলাম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.