|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও র্যালি
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
‘পরিবেশ রাখি পরিস্কার,বন্ধ করি মশার বিস্তার, নিজ আঙ্গিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ্য থাকি এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পরিচ্ছনতা অভিযান পরিচালনা র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গন থেকে আরম্ভ হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় কলেজ মিলনায়তনে মিলিত হয়।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনয় আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে সচেতনতামূলক দিক নির্দেশনা বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ মিঠু,নজরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন সহ আরো অনেকে।
পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী কলেজের আঙ্গিনায় ডেঙ্গু প্রতিরোধে ঔষধ স্প্রে করেন। এসময় কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের,জসিম উদ্দিন মোল্লা,ফজলুল হক,সেলিম হোসেন,মকিম বেপারী, কলেজের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.