|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ডেঙ্গু সচেতনতা নিয়ে মাঠে নেমেছে পটুয়াখালী পুলিশ সুপার মঈনুল হাসান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০১৯
সুভাষ দাস (পটুয়াখালী) জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকারঃ জনসাধারণ সচেতন হলে ডেঙ্গু রোগ প্রতিরোধ সম্ভব। তাই নিজ বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও কোথাও অপরিষ্কার পানি জমিয়ে না রাখার জন্য আহবান জানিয়ে পটুয়াখালী পুলিশ সুপার মঈনুল হাসান এবার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন।
সোমবার ০৪ আগস্ট সকালের দিকে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্সের ভীতরে পরিস্কার পরিচ্ছন্ন ও মশার ঔষধ ছিটিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এবং পুলিশ লাইন্স প্রাঙ্গণে জনসচেতনতামূলক সভা করেন।
সভায় তিনি আরও বলেন, এখন বর্ষা মৌসুম বাড়ির আশেপাশে রাস্তা-ঘাটে ফেলে রাখা ডাবের খোসা, টিনের কৌটা, পরিত্যক্ত টায়ার, পলিথিন সহ বিভিন্ন পাত্রে পানি জমে থাকে এ ময়লাযুক্ত অপরিষ্কার পানিতে ডেঙ্গু রোগবাহী এডিস মশা বংশবিস্তার করে। তাই আমরা কোথাও এমন ভাবে পানি জমে থাকতে দেখলে তা অপসারণ করে ফেললে মশা আর বংশ বিস্তার করতে পারবে না।সভা শেষ হলে ‘ডেঙ্গুতে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়’,‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু হতে সুস্থ থাকি’ এই ব্যানার ও শ্লোগান নিয়ে পুলিশ সুপারের নেতৃত্বে একটি জনসচেতনতা র্যালি বের করা হয়।
পুলিশ লাইন্স থেকে বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইনস্ এসে শেষ হয়।
পরে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পটুয়াখালী শহরবাসীর মধ্যে জন সচেতনতা মূলক র্্যলি ও লিফলেট বিতরণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.