|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে আওয়ামীলীগের ত্রাণ বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০১৯
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ত্রাণ ভান্ডার থেকে বানবাসীদের জন্য প্রাপ্ত ত্রাণ সামগ্রী আজ ৪ আগস্ট রোববার গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও বেলকাসহ বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রনজিৎ বকসি সূর্য, সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামীলীগ আহবায়ক মকবুল হোসেন প্রামাণিক, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মো: সাজেদুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে ১ হাজার বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেলসহ অন্যান্য ত্রাণ প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.