|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে পালাখাল মডেল ইউনিয়ন চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে রবিবার বিদ্যালয় মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিদ্যালয়ের উপস্থিত সদস্যের প্রস্তাব সমর্থন ও সমঝোতার ভিত্তিতে তাকে সভাপতি পদে মনোনীত করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান মো: শহীদ উল্যাহ পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দাতা সদস্য ডা: স্বাধীন চন্দ্র চৌধুরী, উত্তর পালাখাল মোড় পরিচালনা কমিটির সভাপতি বাবুল সর্দার,ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ গোলাম সাদেক, ইয়ার আহমেদ মজুমদার, তাজুল ইসলাম,হরে কৃষ্ণ (দশরথ) সরকার,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান মজুমদার,কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ পালাখাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মী ও এলাকাবাসী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.