|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
এসআই মরাদ আবারো যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০১৯
শাহারিয়ার হুসাইন, যশোর জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার : যশোর জেলায় শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন।
জুলাই ২০১৯ মাসের গোয়েন্দা ক্যাটাগারীতে তিনি এ গৌরব অর্জন করেন। রবিবার যশোর পুলিশ সুপারের মাসিক কল্যান সভায় তাকে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার তুলে দেওয়া হয়। যশোরের পুলিশ সুপার মঈনুল হক(পিপিএম)( বিপিএম) শ্রেষ্ঠ অফিসার মুরাদ হোসেনের হাতে তুলে দেন।
এসময় জেলার নয়টি থানার ওসিসহ ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগেও তিনি একাধিক বার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হওয়ার গৌরব অর্জন করেন। এসআই মুরাদ হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দ্রপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার এর ছেলে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.