|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে নববধুর রহস্য জনক মৃত্যু আটক ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০১৯
ফরহাদ হোসেন জনি, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় নববধুর রহস্য জনক মৃত্যু ঘটনা ঘটেছে।
এব্যাপারে থানা পুলিশ নববধুর স্বামীকে আটক করেছে।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের সাধু খানের মেয়ে ইতি আক্তারের (১৮) রহস্য জনক মৃত্যু হয়।
এলাকাবাসির সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে সিরাজদি খান উপজেলায় ইছাপুরা ইউনিয়নে আজাহার রাড়ির ছেলে মাছুম রাড়ি (৩০)এর সাথে ইতি আক্তারের পালিয়ে বিয়ে হয়।
কিছুদিন আগে ইতি আক্তার স্বমীকে নিয়ে বাবার বাড়িতে বেরাতে আসেন।
আমরা সকালে কান্নার আওয়াজ শুনে তাদের বাড়িতে গিয়েদেখি ইতি মৃত অবস্থায় বিছানায় পরে আছে।
এব্যাপারে ইতির বড় বোন জামাই রহমান বলেন, মাছুমের সাথে প্রেমের সম্পর্ক করে ইতি পালিয়ে বিয়ে করে। বিয়ের পরে জানতে পারে মাছুমের আরো দুইটি স্ত্রী রয়েছে,এই নিয়ে তাদের মধ্যে বিবাদ হতো।
হঠাৎ আজকে ওরনা দিয়ে পেচিয়ে ইতিকে হত্যা করে তার স্বামী।
এব্যাপারে শ্রীনগর থানার অফিস্যার ইনচার্জ ইউনুছ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটি মুন্সীগন্জ সদর হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠানো হয়েছে।
রিপোর্টটি হাতে পেলে আমরা সঠিক ঘটনাটি জানতে পারবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.