|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যান পরিষদ এর উদ্যোগে ” শ্রাবণ সঙ্গীত সন্ধ্যা ” শীর্ষক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সেরাকন্ঠ-দিনাজপুর এর ২য় স্থান অর্জনকারী রাইসা তাসনীম
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০১৯
মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর প্রতিনিধি ।।
৩১ জুলাই, ১৯, বুধবার রাত সন্ধ্যা সাড়ে ৮ টায় দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যান পরিষদ এর উদ্যোগে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমীতে " শ্রাবণ সঙ্গীত সন্ধ্যা " অনুষ্ঠিত হয় ।
দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যান পরিষদের সভাপতি ফরহাদ আহম্মেদ এর সভাপতিত্বে এবং কারিগরি কলেজের প্রভাষক হারুন উর রশীদ এর সন্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগীত শিল্পী কল্যান পরিষদের উপদেষ্টা দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, দিনাজপুর সরকারী কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হক, কল্যাণ পরিষদ এর সহ-সভাপতি হাসান আলী শাহ ও আলতাফ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ফরহাদ আহম্মেদ, হাসান আলী শাহ্, শফিকুল ইসলাম বকুল, প্রশান্ত কুমার রায়, শম্ভু নাথ ঘোষ, মোসা: মাসুদা খাতুন, লক্ষীকান্ত, সরোয়ার, শিমুল কর্মকার, হাবিবুল হক তুষার, রাইসা তাসনীম, সাবিনা ইয়াসমিন কাশ্মীরি, বৈশাখী, পম্পি সরকারসহ অন্যান্য শিল্পীরা।
যন্ত্রে সহযোগিতা করেন গীটারে - চিত্তরঞ্জন ও সবুজ, তবলায় - প্রেম, নোটন সরকার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.