|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দো’য়া মাহ্ফিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০১৯
মোঃ মিজানুর রহমান (ডোফুরা)।।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং দিনাজপুর ইমাম-ওলামা কল্যাণ সমিতির আয়োজনে শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচি সূচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দো'য়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) মোঃ কাজেম উদ্দিন, দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক (চলতি-দায়িত্ব) মোঃ রাজিউর রহমান, দিনাজপুর ছানাপীর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মতিয়ার রহমান কাছেমী।
দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ মেহের আলীর সন্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি মোঃ মোকবুল হুসাইন, ফুলবন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ্য মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, শালকি দ্বি-মুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রশিদ ও গোলাপবাগ কাওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ শোয়াইন।
অনুষ্ঠানের শুরুতে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন উপশহর ৩ নং বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং আলোচনার শেষে দোয়া পাঠ বা পরিচালনা করেন দিনাজপুর ছানাপীর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মতিয়ার রহমান কাছেমী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.