|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
গাইবান্ধার সাঘাটায় অগ্নিকাণ্ডে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০১৯
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বেশ কয়েকটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে মুক্তিনগর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ঘরে হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কফিলউদ্দিন, আমিরুল ও সালমার ঘরে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৪০ মিনিট চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে চারটি শোবার ঘর ও তিনটি গোয়ালঘর পুড়ে যায়। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকার মালামাল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.