|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০১৯
মো: মাসুদ মিয়া, কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
কচুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়,ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডা: জাহাঙ্গীর প্রধান,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়ালী উল্যাহ প্রধান প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। এসময় তৃনমূল আওয়ামী লীগকে দলীয় ভাবে চাঙ্গা করতে সাংগঠনিক আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লনি পাটওয়ারী,উপজেলা প্রজন্ম লীগের সহ-সাধারন সম্পাদক বাবুল সর্দার,পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মতিন দেওয়ান,সিংআড্ডা উচ্চ বিদ্যালয়েল প্রধান দুলাল চন্দ্র সহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.