|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
এডিস মশা নিধন ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে খুলনার দাকোপ থানা পুলিশের আয়োজনে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০১৯
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো,দৈনিক বাংলার অধিকারঃ
খুলনা জেলার দাকোপ থানায় শনিবার বিকাল ৪ টার দিকে জন সচেতনতার লক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চালনা বৌমার গাছতলায় এসে শেষ হয়।দাকোপ থানার ওসি তদন্ত দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন থানা পুলিশের অফিসার ইনর্চাজ শফিকুল ইসলাম চৌধুরী তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই সকলকে সচেতন হতে হবে। দিনে মশারি টানিয়ে ঘুমাতে হবে। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। বাড়ির আঙ্গিনা, অফিস চত্ত্বর, ফুলের টব ও সকল স্কুল-কলেজের আশপাশ পরিস্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে। এজন্য অভিভাবক, শিক্ষার্থী ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নিদিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। খুলনাকে একটি তিলোত্তমা নগরী গড়তে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। খুলনাকে ডেঙ্গুমুক্ত রাখতে সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা ও সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান সিটি মেয়র।
ছিলেন এস আই শহিদুল ইসলাম, এসআই আল মামুন,এএসআই আবু জাফর, কমল কৃষ্ণ, মনিরুল ইসলাম,রবিউল ইসলাম, আজিজুর রহমান, হাফিজুর রহমানসহ থানা পুলিশের সদস্য বৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.