|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে ২ হাজার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গিফট্ বক্স বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার লক্ষীপুর গ্লোরিয়া হলিনেস্ চার্চ লক্ষীপুর মিশনে কোমলমতি বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের মাঝে গিফট্ বক্স বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় লক্ষীপুর মিশনের আয়োজনে ও দাতা সংস্থা অপারেশন জেনারেশনের সহায়তায় ৫ থেকে ১০ বছর বয়সের প্রায় ২ হাজার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গিফট্ বক্স বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন মিশনের ফাদার রেভা: ডেভিড ডি বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গিফট্ বক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.