|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের শিক্ষার্থীদের বেল্ট পরীক্ষা ও সনদপত্র প্রদান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০১৯
শাহারিয়ার হুসাইন, যশোর জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকারঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা কারাতে এসোসিয়েশনের আয়োজনে বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে । শুক্রবার সকাল ১০ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানটি করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের প্রধান কোচ রফিকুল ইসলাম রফিক । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার (ওসি তদন্ত) আবু হেনা মিলন , উপজেলা ভাইস চেয়ারম্যান লুমানা তাসমিন , ঝিকরগাছা উপজেলা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য তুলি খাতুন , সাউথ বেঙ্গল কারাতে এসোসিয়েশন বাংলাদেশ এর প্রচার সম্পাদক সাংবাদিক মিলন কবির,আব্দুর রহিম মৃধা ও সাংবাদিক এম,আর মাসুদ প্রমুখ । এসময় ১৭ জন শিক্ষার্থীর মাঝে তাদের যোগ্যতা ভিত্তিক সনদপত্র প্রদান করা হয় ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.