|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
আবদুস সালামের খোঁজে তার পরিবার অজানা আশঙ্কায়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
রামগঞ্জ দক্ষিন বাজারের বিসমিল্লাহ্ রিফ্রিজারেশন এন্ড ইলেকট্রিক হাউজের মালিক মো: আবদুস সালাম ভূঁইয়া (৩০) গত ১ আগস্ট বৃহস্পতিবার রাত ৯ টার পর থেকে অধ্যাবদি নিখোঁজ রয়েছেন।
কোন কারন ছাড়া তার নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজনের মাঝে অজানা আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ীতে যাওয়ার পথ থেকে আজ শুক্রবার সন্ধা পর্যন্ত তার কোন খোঁজ-খবর পাচ্ছেন তার পরিবারের লোকজন।
নিখোঁজ আবদুস সালাম ভূঁইয়ার গ্রামের বাড়ী রামগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামে। তিনি আবুল কালাম ভূইয়ার ছেলে।
নিখোঁজ আবদুস সালামের নিকটাত্মীয় মো: আবদুল কাদের জানান, বৃহস্পতিবার রাতে তার ভাগ্নি জামাই আবদুস সালামের ফোনে কল দিয়ে বন্ধ পাওয়ায় সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়ীতেও খোঁজ নেয়া হয়।
নিখোঁজ হওয়ার একদিন পার হয়ে গেলেও আবদুস সালামের খোঁজ না পেয়ে তার স্ত্রী, বাবা-মা অজানা আশঙ্কা প্রকাশ করছেন। তিনি আরো জানান, আবদুস সালামের মাত্র ৭ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
কোন সহৃদয়বান ব্যাক্তি যদি তাহার সন্ধান পেয়ে থাকেন তার পরিবারের পক্ষ থেকে নিউজ পোর্টালের ইনবক্স বা কমেন্ট বক্সে জানানোর জন্য বিনিত ভাবে অনুরোধ করছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.