|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
যশোরের বাগআঁচড়ায় এক ইভটিজারকে ১ বছর কারাদন্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০১৯
শাহারিয়ার হুসাইন : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়াতে এক বখাটে যুবকে ইভটিজিং এর দায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, শার্শার পশ্চিম কোটা গ্রামে মৃত আব্দুল জলিলের বখাটে ছেলে ইমানুর রহমান রিপন বাগআঁচড়া বাজারে বাবু মার্কেটের ভিতর দিয়ে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের আসা যাওয়ার পথে ও সাইকেলে চেপে মেয়েদের পিছু নিয়ে বিভিন্ন জায়গাতে সুযোগ পেলেই মেয়েদের স্পর্শকাতর গোপন স্থানে স্পর্শ করে দ্রুত এলাকা ত্যাগ করতো।
এরিই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া বাজারে বাবু মার্কেটের গলি মেয়েরা আর্কষিক তাদের উপর ঝাপিয়ে পড়ে শ্লীলতাহানি করার চেষ্টা এ সময় মেয়েদের আত্ম চিৎকারে স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে বখাটে রিপনকে আটক করে পুলিশে খবর দিয়ে বাগঁআচড়া পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে তাকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্র থেকে শার্শা থানায় প্রেরন করলে সেখানে ভ্রম্যমান আদালত বসিয়ে বখাটে রিপোন কে ইভটিজিং এর দায়ে ১ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.