|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
মধুপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে শিক্ষা উপকরন বিতরন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
আজ বেলা ১২.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও অতি দরিদ্র প্রায় দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এর অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহায়তায় বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা শাখা টাংগাইল এর সম্মানিত উপ পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
সোলায়মান সেলিম মাষ্টারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ তালেব আলী অত্র বিদ্যালয়ে সভাপতি মোঃ আব্দুস সাত্তার, দুর্নীতি দমন কমিশন সমন্বিত টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আতিকুল আলম, উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির মধুপুর উপজেলা শাখা সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক ও কবি ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুস সাদাত নোমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপ পরিচালক দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল সমন্বিত জেলা শাখা, বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই এ শিশুদের মাঝে সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। একদিন হয়তো এদেরই দেশপ্রেম ও সততার কারণে এ দেশ থেকে দুর্নীতি নির্মুল হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.