|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকা আলোর অনির্বাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০১৯
রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অনির্বাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধায় বর্নাত্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ ১ আগষ্ট বৃহস্পতিবার আলোর অনির্বাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট ইউনিটের সহযোগিতায় গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজান এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, আলোর অনির্বাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহামিদ বিন কবির।
সংগঠনটির সাধারণ সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাঈম , আরাফাত রনি, সৌরভ, কাওছার,আকিব ,লিমন প্রমুখ।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে চাল,ডাল, সয়াবিন তেল, পানি বিশুদ্ধকরণ হ্যালোজিন ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ শেষে আলোর অনির্বাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহামিদ বিন কবির সাংবাদিকদের জানান , দেশের অসহায় ও দরিদ্র মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া আলোর অনির্বাণ ফাউন্ডেশনের লক্ষ্য। এর ধারাবাহিকতায় আমরা ঢাকা থেকে গাইবান্ধায় এসে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমাদের এই সহযোগিতার হাত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.