|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তিনটি মিউজিক্যাল ফিল্ম মুক্তি দিতে যাচ্ছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০১৯
বিনোদন প্রতিবেদকঃ পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা ও শেখ রাসেল-এর স্মৃতির উদ্দেশ্যে মোট তিনটি মিউজিক্যাল ফিল্ম মুক্তি দিতে যাচ্ছে। এর আগে বাংলাদেশের কোনও প্রতিষ্ঠান এধরণের উদ্যোগ নেয়নি।
এ সময়ের অন্যতম সেরা গীতিকার ও সুরকার সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী’র কথা ও সুরে ‘আসবেনা ফিরে জানি’, ‘পাইনা তোমার দেখা বঙ্গমাতা’ এবং ‘ওরে রাসেল কইরে আমার প্রানের ভাইটা কই’ এই তিনটি গানে কন্ঠ দিয়েছেন যথাক্রমে অনুপমা মুক্তি, কনিকা রায় ও মিতা মল্লিক। এগুলোর সঙ্গীতায়জন করেছেন এরফান টিপু এবং কাজী জামাল। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘আসবেনা ফিরে জানি’ গানের আরেকটি সংস্করণে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও ক্লোজআপ তারকা সাব্বির জামান। ‘আসবেনা ফিরে জানি’ গানের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন খ্যাতিমান চিত্রগ্রাহক তপন আহমেদ।
বঙ্গমাতা’র ও শেখ রাসেলের স্মৃতির উদ্দেশ্যে লেখা গানগুলোর মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন চিত্র পরিচালক তাজুল ইসলাম।
গানগুলো সম্পর্কে সঙ্গীত পরিচালক এরফান টিপু বলেন, “গানগুলোর কথা ও সুর অসাধারণ। এসময়ে সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী’র সমকক্ষ কোনও গীতিকার ও সুরকার বাংলাদেশে নেই। ওনার লেখা গানের কথা ও সুর আমায় বারবার ওই স্বর্ণ যুগের গানের কথাই মনে করিয়ে দেয়। এমন এক মহতী উদ্যোগের সাথে সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি নিশ্চিত, এগানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয় হবে। তবে এক্ষেত্রে আমি আশা করবো বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে যেনো গানগুলো চালানো হয়। পাশাপাশি বাংলাদেশের সব বেসরকারী টেলিভিশন চ্যানেল ও এফএম রেডিওগুলোর প্রতিও আমার অনুরোধ রইলো তারা যেনো গানগুলো প্রচার করেন”।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.